বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা । সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ ওবাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) আমিরুল ইসলাম ,বাঘা শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুল ইসলাম ও রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রমুখ।