বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি।

রিপোটারের / ২১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

মইনুল হক মৃধা,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দ জানান তারা।এ সময় তারা বলেন পূজামন্ডপের নিরাপত্তাসহ সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী,পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ সাইদুর রহমান,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর,পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনিসহ আয়োজক পূজা কমিটির অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,এ বছর গোয়ালন্দ উপজেলায় ২১টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর