শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

জেলা আ’লীগের সম্মেলন;সভাপতি জিল্লুল হাকিম সম্পাদক ইরাদত কাজী।

রিপোটারের / ২৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ ৬ বছর পর আগামী তিন বছরের জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজবাড়ী চেম্বার অফ কমার্সের সভাপতি কাজী ইরাদত আলী।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে রাজবাড়ী  শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আংশিক কমিটির ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অব. মুহাম্মদ ফারুক খান।

এর আগে সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভার্চুয়ালি কনফারেন্সে যুক্ত হয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল -আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও ইকবাল হোসেন অপু।

কমিটির বাকি সদস্যরা হলেন- সহ সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী (এমপি), বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি ও ফকির আব্দুল জব্বার ও মোহাম্মদ আলী চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর