বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

রিপোটারের / ৩২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবারের (১৫ অক্টোবর) সন্ধ্যায় ছয়টার সময় পৃথক অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে বহরা ইউনিয়নের দলগাও ব্রিজের নিকট অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর গ্রামের উমর আলীর পুত্র মামুন মিয়া (৩৭), একই জেলার কুলিয়ারচর উপজেলার খরকমারা গ্রামের সেনু খানের পুত্র এজহার খান (ওরুফে)এরশাদ(৩৫),ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার রামপুর গ্রামের জারু মিয়ার পুত্র রাজন মিয়া (৩১) ও একই জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল খালেকের পুত্র রুবেল মিয়া (৩৩)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (১৬ অক্টোবর) বিকালে সাড়ে ৩টায় দিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর