রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সয়দাবাদ ইউপিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে মেম্বর প্রার্থীর মৃত্যু।

রিপোটারের / ৩১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মোহাম্মদ আলী(৫৫) তার নির্বাচনী প্রচারণার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন(ইন্না-লিল্লাহ ওয়াইন্না,,,,,,,,,,রাজিউন)।

শনিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ আলী বাঐতারা গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সয়দাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গণসংযোগ করছিলেন ইউপি মেম্বর প্রার্থী মোহাম্মদ আলী। কথা বলার এক পর্যায়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিরাজগঞ্জ সদর থানার সহকারি উপ-পরিদর্শক শাহীনুর রহমান জানান মোহাম্মদ আলীর মারা যাবার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট করেছি। তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে জানা গেছে। কোন অভিযোগ না থাকায় মৃত্যু ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর