বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বাঘায় টিনের চাল কেটে মুদির দোকানে চুরি।

রিপোটারের / ৩০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় টিনের চাল কেটে তামান্না ষ্টোর নামের একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলা সদরে থানা মোড় এলাকায় অবস্থিত ওই মুদির দোকানে এই চুরির ঘটনা ঘটে। ক্যাশ বাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা কিছু মালামাল চুরি করে নিয়ে যায় ।

এ বিষয়ে দোকানের মালিক হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিদিন রাত ১টা পর্যন্ত দোকান খোলা রেখে কেনাবেচা করি কিন্তু ঘটনার দিন ছেলের অসুস্থ্যর জন্য রাত সাড়ে ১১টার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যায়।

রোববার সকাল সাড়ে ৯ টার সময় দোকানের তালা খোলার পরে চালের উপরে টিন কাটা দেখে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি। পরে ক্যাশ বাক্স রাখা নগদ ২৫ হাজার টাকাসহ কিছু মালামাল চুরির ঘটনায় তার ৩৫ হাজার টাকা চুরি হয়েছে জানান তিনি। তাঁর ধারণা রাত ১টার পরে এ ঘটে থাকতে পারে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, চুরির ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর