সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

কানাইঘাটের ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ।

রিপোটারের / ১৪৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র পূবালী ব্যাংক লিমিটেড সিলেট স্টেডিয়াম শাখার ম্যানেজার আলীম উদ্দিন আলী রাজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে লিখিত দরখাস্ত দায়ের করা হয়েছে।আলীম উদ্দিন আলী রাজার চাচা বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র আব্দুল মতিন বাদী হয়ে গত ৫ অক্টোবর এ লিখিত দরখাস্ত দায়ের করেন।

অভিযোগে আব্দুল মতিন উল্লেখ করেছেন জমি-জমা নিয়ে বিরুদের জের ধরে আলীম উদ্দিন পূবালী ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে প্রভাব খাঁটিয়ে তার আপন ভাই,বোন ও বোন জামাই কে বাদি বানিয়ে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাকে সহ তার পরিবারে সদস্য ও চাচাতো ভাইদের জেল খাটানো সহ নামে বেনামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। অভিযোগে আব্দুল মতিন আরো উল্লেখ করেছেন থানায়, অফিস আদালতে ব্যাংক কর্মকর্তার পদের প্রভাব খাটিয়ে আলীম উদ্দিন আলী রাজা তার পৈত্রিক ও দখলীয় জমি-জমা জবর দখলের চেষ্টা সহ নানা ভাবে হয়রানি করে যাচ্ছে।

এমতাবস্থায় আলীম উদ্দিন আলী রাজার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আব্দুল মতিন বাদী হয়ে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে এ দরখাস্ত দায়ের করেন।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য দরখাস্তে সুপারিশ করেছেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ এবং পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলার আছমা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর