শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

সাভারে সাংবাদিকের অভিযোগের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

রিপোটারের / ৩৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

স্মৃতি রানি,স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সাভার পৌরসভার উলাইল নামাগেন্ডায় সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সাভার পৌরসভার নামাগেন্ডা ( মাদ্রাসার মোড়) থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত অর্নব এন্টারপ্রাইজ (ওয়াস ফ্যাক্টরি)সহ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ আছে এমন অভিযোগ সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে গণমাধ্যম কর্মী। অনুসন্ধানে বেড়িয়ে আসে অর্নব এন্টারপ্রাইজ (ওয়াস ফ্যাক্টরি)সহ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগের খবর। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কাছে সত্য প্রকাশ করতে বাধ্য হন অর্নব এন্টারপ্রাইজের পরিচালক মানিক।

এসময় তিনি জানান নিউজ ও অভিযোগ করে লাভ নেই।তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই গ্যাস লাইন জয়েন করা হয়েছে।

একথার প্রেক্ষিতে গত ১৪/১০/২১ ইং সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত সায়েম বরাবর লিখিত অভিযোগ করা হয়।

তিতাস গ্যাস প্রকৌশলী আবু সাদাত সায়েম গণমাধ্যম কর্মিদের আশ্বাস দিয়ে বলেন যদি আমার অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীকে এই কাজের সাথে জড়িত আছে এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যে আমি নিজে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করবো।

ওই কথার আলোকে ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নামাগেন্ডা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উল্লেখিত ফ্যাক্টরিসহ শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর