রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোটারের / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৫০) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২১ অক্টবর বিকেল সাড়ে ৪ টার সময় ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম পার্বতিপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাঠিকাঘাট গ্রামের মৃত মোঃ নজির সরকারের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো:আশ্রাফ ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান ফুলবাড়ী পৌর শহরের বড় ব্রিজের উপর দিয়ে দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে মটরসাইকেল আরোহী মঞ্জুরুল ইসলামকে একটি অটো রিক্সা ধাক্কা দিলে তিনি পড়ে যান। এসময় পিছন দিক থেকে আসা ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যান। অহত অবস্থায় স্থানীয়রা মটরসাইকেল আরহী মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থার অবনতি হলে দায়িত্বরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর