বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে স্বপদে বহাল, নেতাকর্মীদের আনন্দ মিছিল।

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধিঃ / ২১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতির বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল ও সংবর্ধনা প্রদান করেছেন।

বহিস্কার আদেশ প্রত্যাহার ও স্বপদে বহালের সংবাদ ছড়িয়ে পড়লে শনিবার বিকেল সাড়ে ৪টার সময় শহীদ মিনার চত্তরে তাকে সংবর্ধনা প্রদান করার পর উর্বসী সিনেমা হলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ খুরশিদ আলম মতি।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন,সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার,বিএনপি নেতা আশরাফুল ইসলাম,মেজবাহুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম,ছামিদুল মাস্টারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর