শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় অস্বচ্ছল কৃষকের মধ্যে বীজ,সার ও কম্বাইন হারভেস্টার বিতরণ।

রিপোটারের / ২৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে অস্বচ্ছল কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে রবি শষ্য উৎপাদনে বীজ ও সার বিতরণ করা হয়। সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই জন কৃষকের মধ্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ ও প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস. এম. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ।

২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রবি শষ্যের প্রণোদনা হিসেবে উপজেলায় ৫৭৪০ জন কৃষককে এ সহায়তা প্রদান করা হবে। সহায়তা হিসেবে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম বীজ, পেয়াজ মুগ ডাল, মসুর, খেসারী সহ বিভিন্ন ধরনের সার ও কীটনাশক প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর