সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে মাদকসহ এক মাদক ব‍্যবসায়ী গ্রেফতার।

রিপোটারের / ৪৮২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানের ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড় টার সময় উপজেলার শাহজাহানপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাব্বির আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক জিয়া উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে লোহাইদ গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১’শ ২০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ প্রবীর চন্দ্র শীলের ছেলে প্রসেনজিৎ চন্দ্র শীল(৩২) গ্রেফতার করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর