রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

বেলকুচিতে নিজের ঘরে স্বামী ও অন্তসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু।

রিপোটারের / ৪৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া গ্রামে নিজের ঘরে স্বামী ও অন্তসত্ত্বা স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় খবর পেয়ে পুলিশ কামারপাড়া গ্রামের ঘোষপাড়া বাড়ী থেকে রক্তমাখা দুটি লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ১ বছর আগে কামারপাড়া গ্রামের দিজো গোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ঘোষের ছেলের সাথে ঢাকা টুঙ্গী এলাকার তপন ঘোষের মেয়ে তমা ঘােষের সাথে বিয়ে হয়। তবে মাঝে মাঝে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্য পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। সকালে শুনতে পারি তাদের নিজ ঘরে গৌরাঙ্গ ও তমার রক্তমাখা লাশ পড়ে আছে। তবে মৃত্যুটা রহস্যজনক।

গৌরাঙ্গের ছোট ভাই আনন্দ ঘোষ জানান, আমি অন্য ঘরে শুয়েছিলাম। পরে সকালে মার চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দাদা ঝুলে আছে, আর বৌদি রক্তমাখা অবস্থায় মেঝেতে পরে আছে। তিনি আরো জানান, ভাড়া বাসা থেকে নিজ বাড়িতে চার দিন ধরে এসেছে তাদের মধ্যে প্রত্যেকটা দিন কলহ লেগে থাকতো।

গৌরঙ্গের মা রুবী রাণী ঘোষ বলেন, সকাল ১০ টা বেজে গেছে তবুও ওরা ঘুম থেকে ওঠেনা তখন আমি অনেক ডাকাডাকি করি কোন সারা না পেয়ে প্রতিবেশীদের ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ওরা দুজনে পরে আছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি গোপাল ঘোষের বাড়ীতে তার ছেলে গৌরাঙ্গ ঘোষ (২৮) ও অন্তসত্তা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পরে আছে ঘরের মেঝেতে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীকে হত্যার করার পর নিজে আত্মহত্যা করেছেন । বিস্তারিত সুরাতহালের পর জানাযাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর