শিরোনাম
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব। কালিয়াকৈরে ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারী।
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ওসমানীনগরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দাবীতে মানববন্ধন।

রিপোটারের / ২২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

ওসমানীনগর প্রতিনিধিঃ রাজনৈতিক দলের কমিটিতে এক তৃতীয়াংশ নারী সম্পৃক্তকরণ ও দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর উদ্যোগে ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন শেষে উপজেলার রাজনৈতিক দায়িত্বশীল নেতাদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শিউলী আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ আলেয়া বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দলসহ সর্বক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নারীর সম্পৃক্তার পাশাপাশি সকল পর্যায়ের কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নারীদের অন্তর্ভুক্তিকরণ ও স্থানীয় সরকারের অধিনস্থ সকল নির্বাচনে এক-তৃতীয়াংশ নারীকে মনোনয়নের ব্যবস্থা করতে হবে।

সকল পর্যায়ে নারীদের কেবল মাত্র প্রতিকী অংশগ্রহণ না দেখিয়ে কার্যকর অংশ গ্রহণ নিশ্চিতের দাবি জানানো হয়।এছাড়া ইসির প্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন-২০০৯) অনুচ্ছেদ ৯০বি-অনুযায়ী সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারীর প্রতিনিধিত্ব দ্রুত বাস্থাবায়নের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর