রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

ছোট ভাকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার জরিমানা।

রিপোটারের / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

ছোট ভাকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার জরিমানা

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ (ইউপি‍) নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮ টার পর লোকজন নিয়ে মিছিল করার দায়ে এক মেম্বার প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জরিমানা কৃত প্রার্থী হলেন ছোট ভাকলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বল প্রতীকের প্রার্থী আব্দুর রহমান কে এ জরিমানা করা হয়।

সোমবার রাত ৮ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ অর্থদণ্ড দেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার রাত ৯ টার দিকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর