সোমবার, ২১ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

মাধবপুরে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক।

রিপোটারের / ৬২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশের চেকপোষ্ট দিয়ে যাওয়ার সময় ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জামাল মিয়া(২৪) নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। ধৃত জামাল মিয়া উপজেলার শাহজাহাপুর ইউনিয়নের সীমান্তবর্তী জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।

ঢাকা-সিলেট মহাসড়কের পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ি সামনে মঙ্গলবার সন্ধায় ৭ টার সময় পুলিশ একটি বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জিয়াউর রহমানসহ একদল চৌকশ পুলিশ সন্দেহজনক যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। জামাল মিয়ার মোটরসাইকেল চেকপোষ্টে সামনে আসামাত্র পুলিশ গতিরোধ করে। এ সময় জামাল কৌশলে চেকপোষ্ট এরিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ মোটরসাইকেলসহ তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর