রবিবার, ০৪ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা।

রিপোটারের / ২৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন”- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায়- সিরাজগঞ্জে জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের অফিসার ক্লাবে অনু্ষ্ঠানে, অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান, ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং আলোচনাসভার সভাপতিত্ব করেন, জেলাপ্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে জাতীর পিতা বঙ্গবন্ধু’র সমবায় ভিত্তিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দর্শন ও বাস্তবায়নে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অঙ্গীকার স্বরুপ দেশকে মধ্যম আয়ের দেশ গঠনে সমবায়ী প্রচেষ্টা অব্যাহত রাখছেন। সমবায় উদ্যাক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়নে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন,সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমবায় অফিসার সামিউল ইসলাম ও সদর উপজেলা সমবায় অফিসার আমাত- উল-ইলা। অনু্ষ্ঠানটির সমবায় কর্মকর্তা রেজওয়ানা ইসলাম ও মোঃ শামীম আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, সততা সমবায় সমিতি লিমিটেড সিরাজগঞ্জের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মকতেল হোসেন, স্ব-নির্ভর সমবায় সমিতি লিঃ এর সভাপতি নজরুল ইসলাম, মাছরাঙা মৎস্যজীবি সমিতি লিমিটেডের সভাপতি মাঈনুল ইসলাম , কাওয়াকোলা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোঃ সুরুত জামান, আল- আমীন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর একরামুল হক, সদর উপজেলা শাপলা কৃষি সমবায় সমিতি লিঃ এর সদস্য সেলিম রেজা,যমুনা ভূমিহীন সমবায় সমিতিলিঃ এর আব্দুল মতিন, কালিয়া হরিপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃএর আব্দুর রহিম, দুর্জয় বহুমুখী সমবায় সমিতির রফিকুল ইসলাম, রঙধনু ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সুলতান মাহমুদ ।

এ সময় অনু্ষ্ঠানে প্রায় দু’শতাধিক সমবায়ী সহ সুধীজন, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের একাংশ ও জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণদের একাংশ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর