শনিবার, ০৩ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল এ্যান্ড কলেজের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

রিপোটারের / ৪৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

গুরুদাসপুর(নাটর)প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল এ্যান্ড কলেজের ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর)সকালে চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুরুদাসপুর পৌরসভার মেয়র মোঃশাহনেওয়াজ আলী।

এসময় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন,আগামীতে তোমরাই দেশের ভবিষ্যৎ এবং তোমাদের কৃতিত্বে বয়ে আনবে আগামী দিনের পথচলা। তোমরাই দেশ ও জাতির ভবিষ্যত। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় বক্তারা সকলের সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করে ভালো ভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন এবং সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজিমুদ্দিন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃআফসার আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর