মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর যাত্রী ছাউনি এলাকা থেকে ১০ নভেম্বর বুধবার বিকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ হোসেন(২৮) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরির্দশক মমিনুল ইসলাম(পি পি এম) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আটক মোহাম্মদ হোসেন পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ তছির মিয়ার ছেলে।যাত্রী বেশে গাঁজাসহ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে। এ সময় থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। তাকে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চত করে জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে জেলহাজতে পাঠানো হয়েছে।