রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত।

রিপোটারের / ১৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব (৫৫) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমরেন্দ্রনাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে এবং বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে সিংড়া উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম ব্রীজে একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লাল ঘর ব্রীজে ঢাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ- পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম জানান, আমরা সরেজমিনে গিয়ে লাশটির সুরতহাল করি। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত না করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর