সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে বেপরোয়া ভাবে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার।

মোঃ ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধি। / ৫২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বেপরোয়া ভাবে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন।ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর টু জোয়ানেরচর এলজিইডি রাস্তার বিন্দুরচর ব্রীজের পাশে ২টি, একটু পশ্চিম পাশে বিলের মাঝে ১টি, নিমাইমারী/ মাখনেরচর ঘাট এলাকায় জিঞ্জিরাম নদীতে ১টি, সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের উত্তর পাশে জিঞ্জিরাম নদীতে ২টি অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার চলমান রয়েছে।

একইভাবে চরআমখাওয়া ইউনিয়নের মকিরচর ইট ভাটার কাছে ১টি ড্রেজার মেশিন চলছে। এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে ড্রেজার স্থাপনের প্রস্তুতি। এসব ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে আছে সরকারি বিভিন্ন স্থাপনা। তবে কোন ঐশ্বরিক ক্ষমতা বলে অভিযান পরিচালনার আগেই, খবর পেয়ে যান ড্রেজার মালিকগণ সেই প্রশ্ন জনমনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর