শিরোনাম
Patio Umbrella – crestlive products in Belvidere, New Jersey সরকারি সম্পত্তি(বিলে)মাটি কাটায় বাধা গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা, আহত ৩। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ পৌরসভায় ই-সলভ ইন্টারন্যাশনালের দ্বি-মাসিক সভার সূচনা কর্মশালা।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি। / ৪২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌরসভায় ই-সলভ ইন্টারন্যাশনাল এর দ্বি-মাসিক সভার বিষয়ে সূচনা কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

জিআইজেডের উদ্যোগে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারন্যাশনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি) আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় কিক অব ওয়ার্কসপ এক্সেস টু সোশ্যাল সার্ভিস বাই মান্থলি মিটিং- রোববার (১৪ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে অনু্ষ্ঠিত হয়।

উক্ত অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর মুক্তা । তিনি তার বক্তব্যে বলেন, জিআইজেডের অর্থায়নে ই-সলভ ইন্টারন্যাশনাল প্রকল্পটি সিরাজগঞ্জ পৌরএলাকার দরিদ্র জনগোষ্ঠির সচেতনা বৃদ্ধির মাধ্যমে তাদের জন্য বিভিন্নসেবা প্রাপ্তিতে গুরুপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে।

এ প্রকল্পের মূল উদ্দেশ্যে হলো ইউসিডি-ডিএসএস ও সিডিসিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন ঘটানাে এবং সিরাজগঞ্জ শহর সমাজাসেবা অফিসে এবং নিজ নিজ কমিউনিটিতে দ্বি-মাসিক সভা আয়োজনের মাধ্যমে নির্ধারিত কমিউনিটিগুলোকে সামাজিক সেবা পাওয়ার ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা।

প্রকল্পটি ইউসিডি-ডিএসএস ও কমিউনিটির প্রতিনিধিদের সাথে প্রতি দু’মাসে একটি করে সভা করবে এবং প্রতিটি কমিউনিটির প্রতিনিধি ও কমিউনিটির সদস্যদের মধ্যে প্রতি দু’মাসে একটি করে সভা করবে। এতে সেবা প্রদানকারী সংস্থা ও সেবাগ্রহনকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে। এর মাধ্যমে সঠিক ব্যক্তি সঠিক সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এতে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, জিআইজেডের প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান প্রমুখ।

অনু্ষ্ঠানটি সার্বিক দায়িত্বে ছিলেন, ই-সলভ ইন্টারন্যাশনালের প্রতিনিধি – মোঃ মেহেদী পারভেজ। সঞ্চালনায় ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার এসডিও এস,এম শাহ আলম ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ ও পৌরসভা কর্মকর্তা,কর্মচারীগণ,জেলা সমাজাসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ ও এনজিও কর্মকর্তাগণ,সিডিসি’র প্রতিনিধিবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর