মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

​চৌহালীতে মৎস্য দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

রোকনুজ্জামান,চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ / ২০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১/২২ আর্থ বছরে রাজস্ব আয় এর আওতায় প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে।

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি. সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে মাছ চাষে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০/২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর রাজস্ব খাতের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ নভেম্বর ) সকালের উপজেলা মৎস্য দপ্তরের জোষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক এ প্রশিক্ষণের কার্যক্রমের উদ্বোধন করেন ৷

এসময় প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ্য করে চৌহালী উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, লেক বা জলাশয় রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে চৌহালীতে মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে।

সরকার ব্যক্তি পর্যায়ে মৎস্যচাষকে এগিয়ে নিতে নানামুখী সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা ।প্রসঙ্গ:চৌহালী উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে , ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় কার্যক্রম অব্যাহত থাকবে ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর