শনিবার, ০৩ মে ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল।

মোঃ হোসাইন ইসলাম,সরকারী বাঙলা কলেজ প্রতিনিধি। / ২৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

হোসাইন ইসলাম,সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি : ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় অ‌ধিভুক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘ কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার(১৭ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড.মো আখতারুজাম্মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে দু’টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন।
ভর্তি পরীক্ষা সাত কলেজের সাতটি কেন্দ্রসহ মোট ১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। কেন্দ্রগু‌লো হ‌লো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
গত ৫ ও ৬ই নভেম্বর যথাক্র‌মে বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাণিজ্য অনুষদের ফলে পাশের হার প্রায় ৭৩ শতাংশ এবং বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭ দশমিক ৭০ শতাংশ।
এ বছর ইউনিটের ১৪,৩৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারির সংখ্যা ছিল ৩১ হাজার ৩৫৮জন।এদিকে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৯ হাজার ৪৫১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর