শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।

মোঃ হোসাইন ইসলাম, সরকারী বাঙলা কলেজ প্রতিনিধি। / ২৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

হোসাইন ইসলাম,সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি : ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় অ‌ধিভুক্ত সরকা‌রি সাত ক‌লে‌জের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘ কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর)  দুপুরে ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাস রুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আক্তারুজ্জামান।
অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের মধ্য থেকে পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন। শতকরা হিসেবে পাস করেছে ৬৭ দশমিক ৯ ভাগ শিক্ষার্থী।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেন মোট ৩০ হাজার ৮২৮ জন। সাত কলেজে ১১ হাজার ৯০৫ টি সিটের বিপরীতে পরিক্ষায় অংশ নিয়েছিল ২১ হাজার ১৩২ জন।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় নাজমুল ইসলাম পেয়েছেন ৮৭ নম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রাপ্ত স্কোর সহ তার সর্বমোট প্রাপ্ত নাম্বার ১০৭। রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।
এছাড়া দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। তার মোট স্কোর ১০৬। তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তৃতীয় হয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তার মোট স্কোর ১০৫.৯৪। তিনি সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।
ভর্তি পরীক্ষার ফলাফল ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট _https:// cutt.ly/wEjvGJE এ লগইন করে দেখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর