শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি। / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের করোনা থেকে ঝুঁকিমুক্ত করতে করোনার টিকাদান কার্যক্রম শুর হয়েছে। প্রথম পর্যায়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৭১৭ জন এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকা দেয়া হচ্ছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ৯ টায় সিভিল সার্জন অফিস ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জেলা শহরের শিয়ালকোল এলাকায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থীদের
এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় সিভিল সার্জন ডা. রাম পদ রায়,জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহা. শামসুল হক,প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,
উপস্থিত ছিলেন।

টিকা নিতে আসা এইচএসসি পরীক্ষার্থী জান্নাতী, ফারিহা হোসেন,শাকিল জানিয়েছে, ‘দীর্ঘ দিন পর কলেজ খোলায় আমরা ক্লাশ করতে পারছি। তবে আমরা করোনা নিয়ে আতঙ্কে ছিলাম। এখন আমরা করোনা টিকা নিতে পেয়ে খুশি। এতে আমরা নির্ভয়ে ও নিবিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারবো এবং আমরা করোনা ঝুঁকিমুক্ত থাকবো।’

সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ আব্দুল হান্নান বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিলো। করোনার প্রকোপ কমায় স্কুল কলেজ খুলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুরক্ষা করতে করোনা টিকা দেয়ার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগের জন্য সকল শিক্ষার্থীদের পক্ষে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ টিকা দেয়ার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কায্যক্রম অব্যাহত থাকার পাশাপশি এবং স্বাস্থ্য সুরক্ষায় থাকবে।’

জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ জানান,সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন সরকারি ও বেসরকারি কলেজের এসএইচসি পরীক্ষা ২০২১ এ অংশগ্রহণ কারী পরীক্ষাদের কোভিড-১৯ টিকা গ্রহণ সিডিউলে আজ প্রথম দিনে সিরাজগঞ্জ সরকারি কলেজ ৭১৭ জন শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়া হচ্ছে । এছাড়াও সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ১৭ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬২৮৮ জন শিক্ষার্থীকে ফাইজার টিকা দেওয়া হবে।পরর্বতীতে আরও ৮ টি উপজেলার মোট ২৫৯১৮ জন এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর