রবিবার, ১১ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিবাদ সভা।

রিপোটারের / ১৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সকল সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধনকৃত উপজেলার ৯ টি সমিতির সদস্য ও সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত প্রতিবাদ সভায় উল্লেখ করা হয়- একটি জাতীয় পত্রিকায় গত ১৪ নভেম্বর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির বিরুদ্ধে একটি মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদের প্রতিবেদক অতি উৎসাহিত হয়ে আমাদের প্রত্যেকটি সমিতির সভানেত্রীর নিকট ফোন করে মানষিক ভাবে হয়রানি করেছেন। আমাদের সমিতির সকল কার্যক্রম সমূহ নিবন্ধন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন তদারকি করে থাকেন। অথচ ঐ প্রতিবেদক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে জড়িয়ে অসত্য তথ্য প্রদান করেছে।
সমিতিগুলো নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ও মিথ্যা সংবাদ প্রকাশ না করার আহবান জানিয়ে তারা বলেন, করোনাকালীন সময়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। তারপরেও চেষ্টা করেছি সমাজের অবহেলিত অসহায় নারীদের পাশে থেকে কাজ করার।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- মহিলা সমাজ উন্নয়ন সংস্থার সভানেত্রী সোহেলী রহমান, নকসী নারী কল্যান সমিতির সভানেত্রী  কোহিনুর বেগম, জাগরণ মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিদা বেগম, নদী নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী সাজিনা ইমাম, ঊর্মি মহিলা উন্নয়ন সংস্থার তপু বালা, প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার রত্না বিশ্বাস  প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর