রবিবার, ১১ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘায় কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত। 

রিপোটারের / ১৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায়  বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির প্রবেশিকার  চ্যালেঞ্জ ও উত্তরণের করণীয় নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রেডিও বড়ালের কনফারেন্স রুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বিএনএন আর সি ও সুইজারল্যান্ড দুতাবাসের সহযোগিতায় রেডিও বড়াল এর আয়োজন করে।
রেডিও বড়ালের সহকারি সংবাদ প্রযোজক মিনহাজুল ইসলামের সঞ্চলনায় মডারেটর ছিলেন,আবু সাঈদ তোতা। সংলাপে স্পিকার ছিলেন,আড়ানী পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত ) শ্রী কার্তিক হালদার , বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজী , নাটোর আইন বিভাগের শিক্ষক , রাজু আহম্মেদ , বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট, জেলা সমন্বয়ক ,রাজশাহী অঞ্চল আল আমিন প্রমুখ।
সংলাপে প্রশ্ন উত্তর পর্বে বাউটের আইন বিভাগের শিক্ষার্থী  রুবেল ইসলাম বলেন, মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রমে  আইনের একটি অধ্যায়  সংযুক্ত করার দাবি জানান। সংলাপে শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থী , মানবধিকার কর্মি , কিশোরী ক্লাবের সদস্য, স্কাউটস সদস্য , ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্য ,তথ্য আপাসহ ৩০জন পার্টি সিপেট অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর