শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জ সদরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত।

রিপোটারের / ২৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদরে পাট অধিদপ্তর কর্তৃক প্রকল্পাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ওবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রশাসন ও সদর পাট অধিদপ্তরের আয়োজনে
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত প্রশিক্ষণ অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।এতে সভাপতিত্ব করেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারী প্রকল্প পরিচালক ও প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খান ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক ।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ বক্তব্য প্রদান করেন।

সদর উপজেলার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল ইসলাম লুলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মান্যবর প্রকল্প পরিচালক(যুগ্ম সচিব) দীপক কুমার সরকার ভিডিও কনফারেন্সিং এ অংশগ্রহণ করে মতবিনিময় ও মূল্যবান বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর