মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ নিবার্চনী সহিংসতায় স্কুল ছাত্র নিহত।।

রিপোটারের / ২০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে ২৮ নভেম্বর রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নিবার্চন চলাকালে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হওয়া স্কুল ছাত্র দেলোয়ার হোসেন সাগর (১৫) আজ সোমবার মারা গেছে। সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত দেলোয়ার উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে ও সলঙ্গা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ভরমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে মেম্বর প্রার্থীর সেলিম রেজা মোল্লা ও হিরা সরদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এসময় ভোট দেখতে আসা স্কুল ছাত্র দেলোয়ার সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সে মারা যায়।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান,ছেলেটির লাশ হাসপাতাল থেকে সুরুত হাল শেষে তার নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ছেলের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর