বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-২,থানায় পাল্টাপাল্টি অভিযোগ।

রিপোটারের / ৩১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন শেষ হতে না হতেই সংহিতার ঘটনা ঘটেছে। গতকাল ২৮ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ৭টার সময় উপজেলা রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে নব নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলাম বিজয়ী হয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুল হোসেনের সমর্থকের উপর হামলা চালায়। এ সময় মুকুল হোসেনের দুই সমর্থক গুরুত্ব ভাবে আহত হয়।

আহতরা হলেন,উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামের সাইদুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৩৪)।

এ বিষয়ে মুকুল হোসেনের ভাই মাসুদ রানা বাদী হয়ে (সোমবার) সকালে নব নির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমার প্রতিদ্বন্দ্বীয় প্রার্থী আমাকে নির্বাচন নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন। এসব বিষয়ে নির্বাচনে ডিউটিরত প্রশাসন অবহিত রয়েছে। তাছাড়াও থানায় আমার প্রতিদ্বন্দ্বিতায় মুকুল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আমরা উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর