মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

মোংলা বন্দর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপান।

রিপোটারের / ২০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ বর্ণাঢ্য র‌্যালী ও কেক কেটে মোংলা বন্দরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিদ হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা বন্দর গেটের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে এক আনন্দ র‌্যালীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়,

১৯৫০ সালের এই দিনে পশুর নদীর জয়মনির গোলে পন্যবাহী জাহাজ ”দি সিটি অব লিয়নস” নোঙ্গরের মধ্যদিয়ে

আন্তর্জাতিক এই সমুদ্র বন্দরটি যাত্রা শুরু করে। প্রথমে এই বন্দরটি চালনা বন্দর নামে চালু হলেও ১৯৮৭ সালে এটি মোংলা বন্দর নামে রুপান্তরিত হয়। বিএনপি-জামাত জোট সরকারের আমলে ধংসের দ্বারপ্রান্তে পৌছানো এই বন্দর ও ওই সময়ের শুরুতে ১১ কোটি টাকা লোকসানি এই প্রতিষ্ঠানটি গত অর্থ বছরে আয় করেছে ৩৪০ কোটি টাকারও বেশী। বন্দরের সক্ষমতা বাড়াতে বর্তমানে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

মোংলা বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা, বন্দর ব্যবহার কারী ও ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ও বন্দরের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর