শিরোনাম
সরকারি সম্পত্তি(বিলে)মাটি কাটায় বাধা গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা, আহত ৩। উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু। কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি কারখানাকে জরিমান। বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তির দাবীতে ডিমলায় বিক্ষোভ মিছিল। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন।

রিপোটারের / ২১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত হয়েছে এবং এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ নর্থ টাউন হোটেল আনন্দঘন পরিবেশে জাঁকজমক ও স্বতঃস্ফুর্ত ভাবে -ওই বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠানে – প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

তিনি তার বক্তব্যে বলেন, সেবাই এপেক্স ক্লাবের মূল কার্যক্রম, আর্ত মানবেতার সেবা করা সহ মহামারী ও দূর্যোগকালীন সময়ে আন্তর্জাতিক এ সংগঠনটি ব্যাপকভাবে গুরুপূর্ণ ভূমিকা পালন করায় তাদের সাধুবাদ জানাই। এই বৈশ্বিক মহামারী করোনাকালে মানুষের মাঝে সচেতনামূলক বৃদ্ধি করার লক্ষ্যে – সিরাজগঞ্জে তারা লিফটেট, মাস্ক, হ্যান্ড সানেটারীজ, নেবুলাইজার মেশিন ও জরুরী ঔষধ বিতরন করা সহ কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছে। অসহায় ও এতিম শিশু শিক্ষার্থীদের পোষাক, পবিত্র কোরান ও পুস্তক প্রদান করেছে – তারা এমনি ভাবে ভালোকাজের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক নারী দিবস পালন করা সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন অনু্ষ্ঠান করে দেশে ব্যাপক গুরুপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং সুনাম অর্জন করছে এজন্য এপেক্স ক্লাবের আরো উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করছি ।

এতে সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ রায়হান কবীর মিঠু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক আলী,এপেক্স ক্লাব অব নাটোরের ডিষ্ট্রিক নাইনের ডিজি ইলেক্টেড এপেক্সয়িান মোঃ তাজুল ইসলাম,পাস্ট ডিষ্ট্রিক গর্ভণর এপেক্সিয়ান অ্যাডঃ আব্বাস আলী,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান হেলাল আহমেদ,এপেক্স ক্লাব অব বগুড়া’র পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলাম,ফাউন্ডার আনোয়ারুল ইসলাম বাচ্চু প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সেক্রেটারি এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান।

প্রতিবেদন উপস্থাপন করেন,এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান মোঃ আল আমীন তালুকদার ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ ফরিদুল হক,এপেক্সিয়ান মাকসুদা খাতুন,এপেক্সিয়ান এ,এইচ এম মহিবুল্লাহ মুহিব, এপেক্সিয়ান মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা । অনু্ষ্ঠানে সর্বসম্মতক্রমে- এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের একবছর মেয়াদি কমিটি গঠন করা হয়।

এতে প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ,এইচ,এম মহিবুল্লাহ মুহিব,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফরিদুল হক,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান,সেক্টেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান আল- আমীন তালুকদার,আই পিপি এন্ড ডিরেক্টর এপেক্সিয়ান রায়হান কবীর মিঠু,ট্রেজারার এপেক্সিয়ান আনছার আলী,সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুস ছালাম,মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ড ডিরেক্টর এপেক্সিয়ান কামরুল হাসান সুইট,ফিলোশীপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন,পাবলিক স্পিকিং এন্ড ডেপেটিং ডিরেক্টর এপেক্সিয়ান এনামূল কবীর ও সার্জেন্ট এ্যান্ড আর্মস এপেক্সিয়ান কোরবান আলী।অনু্ষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন সহ ডিনার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর