রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

মাধবপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

রিপোটারের / ২৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বাসের চাকায় পৃষ্ট হয়ে রিপন মিয়া(৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মোটরসাইকেলের আরেক আরোহী তার ভাগ্নে জহুরুল ইসলাম।  শুক্রবার রাত ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় এঘটনা ঘটে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে জানান,রাত ৭ টার সময় ঢাকা থেকে মৌলভীবাজার গামী এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্য হয়।

এসময় মোটরসাইকেলটি একটি অংশ বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী মাধবপুর উপজেলার রামপুর গ্রামে মৃত গেদু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)ঘটনাস্থলেই নিহত হন ও তার ভাগ্নে নাসিরনগর উপজেলার পুর্বভাগ গ্রামে নাসিম মিয়ার জহিরুল ইসলাম গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় জহিরুল ইসলাম কে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১ঘন্টা যানচলাচল বিঘ্ন ঘটে। খবর পেয়ে শায়েস্তাগন্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্হলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগন্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর