সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

বেলকুচিতে টিনের চালা থেকে পড়ে শিশুর মৃত্যু।

রিপোটারের / ৩২৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে খেলার বল পাড়তে গিয়ে সিয়াম (১০) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সকালে বেলকুচি উপজেলার রাজপুর ইউনিয়নের কদমতলি গ্রামে এই ঘটনা ঘটে। সিয়াম কদমতলি গ্রামের এলাহির ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, সকাল বেলা সিয়াম তার বাবা-মায়ের মহাজন বাড়িতে বল দিয়ে খেলাধুলা করতেছিল। হঠাৎ তার খেলার বলটি টিনের চালা উপরে আটকে যায়। এসময় সে বলটি নামানোর উদ্দেশ্যে ঘরের টিনের চালার উপর উঠলে পা ফসকে মাটিতে পরে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কোন অভিযোগ নেই। অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর