বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবীতে স্মারকলিপি।

রিপোটারের / ১৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন এর পেচারপাড়া ও চরপেচারপাড়া গ্রামে ফসলী জমি ও সরকারি সড়ক খনন করে মাটি ও বালু ব্যাবসায় মেতে উঠেছে এক শ্রেণীর স্বার্থান্বেষী ভূমিদস্যুরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্যে অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বারোপ করেছেন। ঠিক সেই সময়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন পেচারপাড়া ও চরপেচারপাড়া গ্রামে চলছে অবৈধভাবে ভূমি দখল করে মাটি ও বালু বিক্রয়।  একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বীয় সার্থ হাসিলের জন্যে নদী খনন প্রকল্পের অজুহাতে পানি প্রবাহিত মূল নদী ও সংশ্লিষ্ট নদীর মধ্যবর্তী বালুচর খনন না করে ব্যাক্তি বিশেষের স্বার্থ রক্ষার তাগিদে ইরিগেশনের মাধ্যমে ধান চাষের ব্যাক্তি মালিকানা জমি খনন করে বালু ব্যাবসায় মেতে উঠেছে। উল্লেখ্য যে, অত্র এলাকার গ্রামটি নদী বেষ্টিত এবং গ্রামের ৯০ ভাগ মানুষ কৃষি নির্ভর। জমি চাষের মাধ্যমে অতিদরিদ্র গ্রামবাসী কোনরকমে জীবনযাপন করে আসছিলেন। ভূমিদস্যুদের এহেন ভয়াল থাবায় অত্র এলাকার প্রায় পাঁচশত জনগণ ভূমিহীন ও সর্বশান্ত হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু অনাবাদি ভূমি নয়, ভূমিদস্যুদের হাত থেকে রেহাই পায়নি অত্র গ্রামে প্রবেশের একমাত্র সরকারি সড়ক (যা পিচ ঢালাইয়ের অনুমোদন রয়েছে)। সড়কটির প্রায় ২০০ মিটার খনন করে ভূমিদস্যুরা মাটি বিক্রি করছে। যার ফলশ্রুতিতে অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না এবং গ্রামবাসীর চলাচলে সমস্যা দেখা দিয়েছে।
এহেন ঘৃণিত কর্মকাণ্ডের প্রতিবাদে অত্র গ্রামবাসী সচ্চার হয়ে প্রায় ২১৬ জনের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি  উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর নিকট প্রেরণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে, তিনি জানান এ বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা এর বিরুদ্ধে যথাযথ আইননুগ ব্যবস্থা গ্রহন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর