রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

চট্টগ্রামে ড্রেনে পড়ে পথচারী শিশু নিখোঁজ। 

রিপোটারের / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ষোলশহর এলাকায় মোহাম্মদ কামাল (১০) নামে এক পথচারী শিশু নিখোঁজের খবরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল টিফেন্সের একটি টিম।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর ২১) বিকাল ৩টার দিকে ড্রেনে শিশু নিখোঁজের খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এর আগে সোমবার ( ৬ ডিসেম্বর ২১) ওই ড্রেনে কামাল পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। যদিও ড্রেনে পড়ে শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করতে পারেনি পাঁচলাইশ থানা পুলিশ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, একজন সংবাদকর্মীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের টিম ওই শিশুকে খুঁজছে। কিন্তু তার খোঁজ এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর