মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জে ডা.আমেনা বকর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

রিপোটারের / ১৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

গোলাম রব্বানী শিপন,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ডা. আমেনা বকর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে গরিব দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কিচক ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন,ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির প্রচার সম্পাদক আব্দুল আলিম তিনি বলেন, শীতের শুরুতেই শিবগঞ্জ উপজেলা তথা কিচক ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল,প্রতিবন্ধী ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করে থাকি। সমাজের বিত্তবানরাও এ কাজে এগিয়ে আসবেন- এই আমাদের প্রত্যাশা।

এদিকে ডা.আমেনা বকর ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষেরা। তারা বলেন, অনেকে শীত মওসুমের মাঝা-মাঝি বা শেষের দিকে শীতবস্ত্র দিয়ে থাকেন।

এর চেয়ে শীতের প্রথমে পেয়ে আমাদের জন্য ভালো হলো। এজন্য আর শীত নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আব্দুল বাকী,আব্দুল মান্নান, মোসলেহ উদ্দিন সোহেল,নজিবুল্লাহ,আলী আহমদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর