মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পাঁচ সফল নারী পেলেন জয়িতা পুরস্কার ও সন্মাননা।

রিপোটারের / ২৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার মহিলা ও শিশুবিষয়ক সংস্থা আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।

“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে  পাঁচ জন সফল নারীকে জয়িতা পুরস্কার ও  সম্মাননা    দেওয়া হয়।
 বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ জয়িতার হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পুরস্কার প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্যের উন্নয়নের জন্য মৌলভীবাজার পৌরসভার মিতা ভুঁইয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য বড়লেখার ৫নং পুঞ্জির মাগ্রেট সুমের, সফল জননী হিসেবে রাজনগরের প্রজাপতি দাশ, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য কমলগঞ্জের শাহেনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য সাফল্যের জন্য বড়লেখার রোকসানা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সাবরিনা রহমান বাঁধন,  মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেলা আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর