সোমবার, ০৫ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় করতোয়ায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ।

রিপোটারের / ২০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টারঃ করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন গৃহবধু বেলি খাতুন (৪৫)। ফায়ার সার্ভিসের কর্মীরা ২৮ ঘন্টা ধরে চেষ্টা চালালেও উদ্ধার করতে পারেনি ওই গৃহ বধুকে। বৃহস্পতিবার বেলা ১২টায় উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাঁতী গ্রামের পাশে করতোয়ায় একাকী গোসল করতে নামেন এই গ্রামের আকছেদ আলীর স্ত্রী বেলি খাতুন । গোসলের এক পর্যায়ে তিনি নদীতে ডুবে যান।

বেলি খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেলিকে উদ্ধার অভিযান শুরু করেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছারোয়ার খান জানান, বৃহস্পতিবার বিকেল থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল পর্যন্ত নদীতে নামিয়ে বেলি খাতুনকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর