বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

বরগুনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় ইউপি সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ।

রিপোটারের / ১৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

অপু মিয়া,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলায় এক ইউপি সদস্যকে ঘুমান্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্য শাহজাহান কবির (৪২) কেওড়াবুনিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড সদস্য।
বুধবার (১৫ ডিসেম্বর) মধ্যেরাত আড়াইটার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইউপি সদস্য শাহজাহান একই গ্রামের মৃত মজিদ হাওলাদাদের ছেলে।
স্বজনরা জানান, রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন মেম্বর শাহজাহান। মধ্যরাত আড়াইটার দিকে ৫/৭ জনের একটি দল প্রথমে ঘরে ঢুকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর মেম্বর শাহজাহানের মাথায় ও হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় শাহজাহান জীবন বাঁচাতে পাশের ধানক্ষেতে লুকিয়ে পরে। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সকালে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়।
শাহজাহানের স্ত্রী সাথী আক্তার বলেন, আমরা রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর লোকজনের উপস্থিতি টের পেয়ে বাতি জ্বালাতে গেলে দেখি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ পরেই কোন কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামীকে কোপাতে থাকে। এরপর আমরা পাশের ধানক্ষেতে লুকাই।
তিনি আরও বলেন, আমার স্বামী ইউনিয়ন রাজনীতির সাথে জড়িত। তার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা চালাতে পারে বলে আমাদের ধারণা।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর