সোমবার, ০৫ মে ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

রামপালে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

রিপোটারের / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দুই গ্রুপের সংঘর্ষে ফিরোজ ঢালী (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন  আরঙ্গজেব,  হানিফ,  এবং আকরাম ঢালী  আহত হয়েছেন।
শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ সকাল আনুমানিক ১০.৩০ টায় উপজেলার কাদিরখোলা স্কুল নিকট বর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে যে,  সংঘর্ষ পরবর্তী সময়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য ভর্তি করে।  ফিরোজ ঢালীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে ফিরোজ ঢালী মৃত্যু বরন করেন।
আহতদের মধ্যে থেকে কয়কজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েক জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তী করা হয়েছে।
এ খবর পেয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন  তৎক্ষনাৎ ঘটনা স্থলে   পুলিশ ফোর্স পাঠান এবং কিছুক্ষণ পরে তিনি নিজে ঘটনা স্থান পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ৬ জনকে আটক করেছি এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর