শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

বছরের প্রথম দিনে হবে না বই উৎসব-শিক্ষামন্ত্রী ড.দীপু মনি।

রিপোটারের / ২০৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ করোনা ও ওমিক্রনে স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।২৩ ডিসেম্বর বৃহস্পতিবার নতুন বছরের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে রাজধানীর মাতুয়াইলে কয়েকটি প্রেস পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,করোনার নতুন রুপ ওমিক্রন বিদ্যুৎ গতিতে বিস্তার লাভ করায় স্বাস্থ্যবিধি ঝুকির আশঙ্কার কারণে এ বছর প্রথম দিন ১ জানুয়ারি বই উৎসব হবে না। তবে ৯৫ শতাংশ বই বেশির ভাগ স্কুলে পৌঁছে যাবে। তবে বাকি ৫ ভাগ বই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে স্কুলে পৌঁছাবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন,এ বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে,তবে ভর্তির প্রক্রিয়া শেষ হবে জানুয়ারির শেষ নাগাদ। তাই ফেব্রুয়ারি থেকে নতুন কারিকুলাম শুরু করার আগে আমরা ১’শটি স্কুলে নতুন কারিকুলামের গবেষণা চালাব ভেবেছিলাম। তবে সেটি কমিয়ে ৬০টি স্কুল করা হয়েছে।

ওই স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হবে। বাকিদের জানুয়ারি মাসেই ধাপে ধাপে বই দেওয়া হবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন,যারা পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়ম করেছে,তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তাদের আর কখনো কাজ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

করোনার ওমিক্রন ধরন বিষয়ে শিক্ষামন্ত্রী ড.দীপু মনি বলেন,বিশ্বজুড়ে ওমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে,তবে সার্বিক বিষয় সরকার পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে মার্চে গিয়েও যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে তিনি জানান।

সূত্রঃ দৈনিক লাল সবুজের কণ্ঠ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর