নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ষষ্ঠ ধাপে ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে নির্বাচনী আচারন বিধি অবহিত করন ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।এ সময় তিনি বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
যদি কোন প্রার্থীদের হুমকি-ধামকি ভয়-ভীতি দেখানর খবর পাই তাহলে কঠিনভাবে তা দমন করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস এম মুরাদ,জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম,মাধবপুর-চুনারুঘাট সিনিয়র সহকারি (সারর্কেল) পুলিশ সুপার মহসিন আল মুরাদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাফ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,উপজেলা প্রাণি সম্পত কর্মকর্তা,এলজিডি কর্মকর্তা শাহ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজারুল ইসলাম,সাংবাদিক সাব্বির হাসান,মিজানুর রহমান,নাহিদ মিয়া সহ প্রমুখ।
সভায় উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।