শনিবার, ১৭ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাজাগাঁও ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে নিহত-১ আহত-৩।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সৃষ্ট উত্তেজনার জেরে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে হামিদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৬ ডিসেম্বর) রাত  ৮টার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়। দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়। এরপর পুলিশের ছোড়া গুলিতে এক ব্যক্তি মারা যান। আহত হন তিনজন।
ঠাকুরগাঁও রুহিয়া থানা পরিদর্শক (ওসি) চিত্ত রঞ্জন বলেন, নির্বাচনী ফলাফল নিয়ে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় একটি পক্ষ কেন্দ্রের ভেতর ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের ছোড়া গুলিতে একজন মারা যান। তার মরদেহ উদ্ধারের পর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর