শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সদরে ব্যালেট পেপার ছিনতাই করতে গিয়ে বাবা-মেয়ে গ্রেপ্তার। 

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

ঠাকুরগাঁওয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় মেয়ে ও বাবাকে আটক করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা ২নং আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসময় পরিস্থিতি উত্তপ্ত হলে ১৫ রাউন্ড ফাঁকা বুলেট ছোঁড়া হয়। বুলেট লেগে হোসেন আলী (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। আটককৃতরা হলেন, কাবুল (৪৫) ও তার মেয়ে কামরুন নাহার (২৫)। কাবুল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার সবকটি ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ সমপন্ন হয়েছে। মানুষ উৎসবমূখর পরিবেশে কেন্দ্রে ভোট দিতে এসেছেন। সারাদিন শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচনের আশা প্রকাশ করেন ভোটাররা।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট প্রার্থীর সংখ্যা ৯৬০ জন। চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০৯ জন, সাধারণ সদস্য পদে ৬৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, সদর উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোট ১ লাখ ৮৬ হাজার ৯৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৪৪৫ জন। মোট ভোট কেন্দ্র ১৮৮ টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর