শনিবার, ১০ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার পর্যটন থেকে ফিরার পথে ডাকাতের কবলে বাঁশখালীর আরিফুল্লাহ।

আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম প্রতিনিধিঃ / ৩৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

আমার বাড়ি বাঁশখালি গন্ডামারা, পুর্ব বড়ঘোনা, মওলানা আবুল হোসাইন এর ছেলে। আমি আমার ছোট ভাই, আমার তিন বোন ও তিন বোনের পরিবার নিয়ে গত শনিবার কক্সবাজার ভ্রমন করতে যায়। রাতে হোটেলে ছিলাম, গতকাল (২৬ ডিসেম্বর২১)রবিবার  বিকাল ৪.৩০ মিনিট এর সময় বাড়ির উদ্দেশ্য বাহির হয়। হোটেল থেকে বাস টার্মিনাল আসার সময় আমরা ডায়মন্ড হোটেলের সামনে থেকে টংটং গাড়িতে উঠি। দুটি  গাড়ি রিজার্ভ নি, আর একটা গাড়িতে বাকী ৪ জন উঠি। ঐ গাড়িতে আমার ছোট ভাই, ছোট বোনের জামাই, বড় বোনের জামাই, তালতো বোনের জামাই ছিলো।
ডাকাত ৪জন কলাতল থেকে গাড়িতে উঠে। ডাকাত দল বাস টার্মিনাল এর একটু আগে এসে বলে আমরা নেমে যাবো। গাড়ি থেকে নেমে ডাকাত ছুরি বের করে জানতে চাই আমাদের বাড়ি কোথায়।  টাকা পয়সা কি আছে বাহির করতে বলে। দিতে না চাইলে আমার ছোট বোনের জামাইকে মুখে ছুরি মারে। পতিবাদ করলে তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
আমার ছোট ভাই, ছোট বোনের জামাই তালতো বোনের জামাই আহত হয়। পকেটে তাদের কাছে যা টাকা আছে সব নিয়ে নিছে। পরে তারা জিবন বেচে রেখে বাস টার্মিনালের দিকে চলে আসে। আমরা সাথে সাথে ৯৯৯ কল দি। আমাদের সাথে শিশু সহ ২০ জন ছিলাম। ঐ মুহূর্তে শিশু, মহিলা, মালামাল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। পুলিশকে বারবার কল করার পরেও ১ ঘন্টা পরে আসে। পরে আমরা আহতদের প্রাথমিক চিকিৎসা শেষ করে বাড়িতে চলে আছি।
ভুক্তভোগীঃ-
মোহাম্মদ আরিফু্ল্লাহ
পূব বড়ঘোনা,বাঁশখালী, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর