শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

বড়লেখায় কুতুব আলী একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণ।

শাহরিয়ান আহমেদ শাকিল,বড়লেখা প্রতিনিধিঃ / ১৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবআলী একাডেমীর আয়োজেনে পুরুষ্কার বিতরণ ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ২০২১ সেশনের ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহঃবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় একাডেমীর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান শিক্ষক ইকবাল হোসাইনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমীর সহকারী শিক্ষক হাসান মাহমুদ অপু , সামিমা আক্তার,ইমা আক্তার, ফাতিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমীর চেয়ারম্যান নুরুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার জমিন পত্রিকার বড়লেখা প্রতিনিধি সাংবাদিক শাহরিয়ান আহমদ,এসময় প্লে-গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বার্ষিক মুল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সহকারী প্রধান শিক্ষক হাসান মাহমুদ।কৃতকার্য সকল শিক্ষার্থীদের হাতে ফলাফল শেষে পুরুষ্কার তুলে দেন কুতুব আলী একাডেমীর চেয়ারম্যান নুরুল ইসলাম, ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

উল্লেখ্য, কুতুবআলী একাডেমীর চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান ১৫ বছর অতিবাহিত করেছে। উপজেলার ৯০% A+ পেয়েছে কুতুবআলী একাডেমি। তাছাড়া মহামারি করোনাকালীন সময়ে আমরাই প্রথম অনলাইনে ক্লাস শুরু করেছিলাম। মোবাইল হচ্ছে আমাদের প্রযুক্তির উত্তমমধ্যম। মোবাইল ফোনের বিষয়ে শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের নিকট সকল বিষয়ে সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর