শনিবার, ০৩ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

১৮ শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমান পরীক্ষায় কেউ পাস করেনি।

রিপোটারের / ২২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

শিক্ষা ডেস্কঃ চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে দেশের ১৮ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

গত বছর পাসের হার শূন্য থাকা প্রতিষ্ঠনের সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে ফলাফল প্রকাশের মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

এবছরে শতভাগ পাস করেছে এমনি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। গত বছর শতভাগ পাস এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩ হাজার ২৩টি। সেই হিসেবে এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড়ে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর