শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

নলডাঙ্গায় স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

মোঃ ফজলে রাব্বী,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি। / ১৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

নাটোর নলডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান অনন্যা(১৬) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অনন্যা উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও তাহেরপুর গোবিন্দাপাড়া গ্রামের আতাউর রহমান দুলালের মেয়ে।বুড়িরভাগ গ্রামের নানা ইয়াদ আলীর বাড়িতে ছোট বেলা থেকে লেখাপড়া করতো।

বৃস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বুড়িরভাগ গ্রামের ইয়াদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার নিশ্চিত কারন জানা না গেলেও স্কুল ছাত্রীর প্রেমিক রেজাউলকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বৃস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার বুড়িরভাগ গ্রামের ইয়াদ আলীর বাড়িতে স্কুল ছাত্রী শয়ন ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহ নাকি প্রেম ঘটিত কারনে আত্মহত্যা করছে কিনা তা সঠিকভাবে কেই বলতে পারেনি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আমারজমিনকে বলেন পারিবারিক কলহ নাকি প্রেম জনিত কারনে আত্মহত্যা করছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই স্কুল ছাত্রীর প্রেমিক রেজাউলকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।শুক্রবার স্কুল ছাত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর